Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রার্থী তালিকায় নাম প্রকাশের পর,নাম বাদ নিশানায় অনুব্রত মন্ডল

প্রার্থী তালিকায় নাম প্রকাশের পর,নাম বাদ নিশানায় অনুব্রত মন্ডল





সঞ্জিত কুড়ি ,পূর্ববর্ধমান সদর:




প্রার্থী তালিকায় নাম প্রকাশের পর,নাম বাদ নিশানায় অনুব্রত মন্ডল। প্রার্থী তালিকায় নাম প্রকাশের পর,তালিকা থেকে নাম বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ গুসকরা পৌরসভার চার বারের জয়ী তৃণমূল কাউন্সিলার মল্লিকা চোংদারের।অভিযোগের তির অনুব্রত মন্ডলের বিরুদ্ধে।



শুক্রবার গোটা রাজ্যের মোট ১০৮ টি পৌর নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হয়।১০৮ টির মধ্যে ১০৫ নং তালিকায় প্রকাশ হয় পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভার।১০৫ নং তালিকার ৩ নম্বরে নাম ছিলো গুসকরা পুরসভার চার বারের তৃণমূল কংগ্রেসর জয়ী কাউন্সিলার মল্লিকা চোংদারের।সেখান থেকে হঠাৎই তার নামের পরিবর্তে পূর্ণিমা চৌধুরী পরে শিপ্রা চৌধুরীর নাম ৩নং ওয়ার্ডের জন্য ঘোষণা করা হয়।আর এরপরই ক্ষোভে ফেটে পরেন তৃণমূলের জন্মলগ্ন থেকে দলে থাকা চারবারের জয়ী কাউন্সিলার মল্লিকা চোংদার।




সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়েন মল্লিকা।মল্লিকা বলেন কেই বা বলেছে আমার নাম দিতে আর কেই বা বলেছে আমার বাদদিতে। রাজ্য নেতৃত্ব যখন আমার নাম দিয়েছে তা হলে, সেখান থেকে আমার বাদ দেওয়ার দুঃসাহস কার। অনুব্রত মন্ডলের বিরুদ্ধে আঙ্গুল তুলে মল্লিকা বলেন তৃণমূলের ওয়েব সাইটের প্রার্থী তালিকায় ১০৫ নং পাতার ৩নংএ মল্লিকা চোংদারের নাম রয়েছে। আর অনুব্রত মন্ডলে বলেন প্রার্থী তালিকায় আমার নাম নেই।এই বিষয়ে উচ্চ নেতৃত্বকে জানাবেন বলে জানান মল্লিকা চোংদার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code