মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক, বিশেষভাবে মানতে হবে কোভিড স্বাস্থ্যবিধি 

মাধ্যমিক পরীক্ষা




জেলা শাসক পবন কাদিয়ান, পুলিশ আধিকারিক, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, NBSTC আধিকারিক সহ একাধিক সরকারী দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক , ভেনু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারিকে নিয়ে আজ কোচবিহার ল্যান্স ডাউন হলে দুপুর দুটায় মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। 



মাধ্যমিক পরীক্ষা

কোভিড বিধিকে বিশেষ মান্যতা দিয়েই এবছরের মাধ্যমিক পরীক্ষা চালাতে হবে। 



একনজরে কোচবিহার জেলায় মাধ্যমিক পরীক্ষা ২০২২ 

এবছর জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৪০১৮৭ জন, মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩২, মোট সাব ভেন্যুর সংখ্যা ১১১ , এবছর জেলায় মোট অফিসার  ইনচার্জ সংখ্যা ৩২ এবং এডিশনাল ভ্যেনু সুপারভাইজার ১৪৩ জন। 


জেলায় মোট স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র ২০, এরমধ্যে জেলা শহরে ১ টি, তুফানগঞ্জে ৪ টি , দিনহাটায় ৭ টি, মাথাভাঙ্গায় ৪ টি, মেখলিগঞ্জে ৪ টি। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারী থাকবে।