Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজই সেই অদ্ভূত দিন, PALINDROME, সংখ্যাতত্ত্বের বিচারে আজই দেবদূত দিন

আজই সেই অদ্ভূত দিন, PALINDROME, সংখ্যাতত্ত্বের বিচারে আজই দেবদূত দিন


PALINDROME



আজ হল 22 শে ফেব্রুয়ারি 2022। অর্থাৎ ভেঙ্গে লিখলে হয় 22.02.2022। আরও সরলীকরণ করলে 22022022।


আজকের তারিখ টি একসঙ্গে প্যালিনড্রোমিক এবং অ্যাম্বিগ্রামিকও। অনেকে আজকের দিন দেখে বলছেন আজ Tuesday ( মঙ্গলবার)। শুধু তাই নয় আজ TWOsday-ও।


ভেবে দেখলে আজ সত্যিই 2-এর ই দিন। এমন দিনকে বিরল হিসেবেই দেখা হয়ে থাকে।


সংখ্যাতত্ত্বের বিচারে এই দিনটিকে দেবদূত দিন হিসেবে বলা হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code