Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনে বাড়িতে থেকে মোটা হওয়ায় Admit Card এর ছবির সাথে নেই মিল, পুলিশি হেফাজতে পরীক্ষার্থী !

লকডাউনে বাড়িতে থেকে মোটা হওয়ায় Admit Card এর ছবির সাথে নেই মিল, পুলিশি হেফাজতে পরীক্ষার্থী 

Admit Card


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোলঃ 

জেলা আদালতে গ্রুপ ডি পদের জন্য রবিবার আসানসোল আর্য্যকন্যা বিদ্যালয়ে লিখিত পরীক্ষা দিতে আসা প্রায় ৯০ জন পরিক্ষার্থীকে সন্দেহ হওয়াতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যায় যার মধ্যে ১৫ জন পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে ভূয়ো সন্দেহ হওয়াতে তাদের আটক করা হয়। 


অন্যদিকে আসানসোল দক্ষিণ থানার মিস্ত্রি পাড়ার বাসিন্দা মহঃ মজফর ইমাম জানান তার ছেলে আদালতের গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা দিতে আর্য্যকন্য এসেছিল কিন্তু এডমিট কার্ডের ফটোর সাথে তার ফটো না মেলাতে তাকে ভূয়ো পরীক্ষার্থী সন্দেহ হওয়াতে তাকে আটক করেছে। 

তিনি জানান তার ছেলে পদের জন্য আবেদন করার সময় যে ফটো দিয়েছিল করোনা আবহে ঘরে বসে মোটা এবং দাড়ি রাখাতে সেই ফটোর সাথে বর্তমান চেহারা মিলছে না ছেলের আধার, প্যান কার্ড সবকিছু দেওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন মানতে রাজী হচ্ছেন না। 

অন্যদিকে পরীক্ষা হলে মোবাইল নিয়ে যাবার উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু পরীক্ষার্থী পরীক্ষা হলে মোবাইল নিয়ে যাবার ঘটনাটা পরিদর্শক দলের নজরে আসাতে সেসব পরীক্ষার্থীদের আটক করা হয় বলে জানা গিয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code