Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডাকাতি করতে গিয়ে সিনেমার কায়দায় পুলিশের জালে আটক ডাকাতদল

ফের বড়সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশের, পুলিশের তৎপরতায় ডাকাতি (robbers) বানচাল



রামকৃষ্ণ চ্যাটার্জী: পশ্চিম বর্ধমান:- রীতি মত ফিল্মী কায়াদায় ডাকাতি রুখল পুলিশি। গুলির লড়াই শেষে পুলিসের হাতে দৃত দুই।ঘটনার বিবরণ প্রকাশ রবিবার রাত সাড়ে দশটা নাদ রানীগঞ্জ থানার রামবাগানে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঢোকে একদল ডাকাত। সবার মোবাইল কাড়ার সময় বাড়ির এক সদস্য এক প্রতিবেশীকে ফোন করে দিতে সক্ষম হয়। সেই প্রতিবেশি পুলিশকে খবর দিলে সঙ্গে সঙ্গে পুলিশ ওই এলাকা ঘিরে নেয়।

ধরা পড়ার ভয়ে পুলিশের বিরুদ্ধে রীতিমতো গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা দুষ্কৃতীদের গুলিতে আহত হন এক পুলিশ কর্মী সহ দুজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। গুলির লড়াই শেষে বেশ কয়েকজন দুস্কৃতি পালাতে সক্ষম হলেও পুলিশ হাতে ধরা পড়ে যায় দুইডাকাত।

আরও কয়েকজন বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে আছে বলে পুলিশের কাছে খবর। পুরো এলাকা ঘিরে তল্লাসি চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্তা বলেন, খবর পেয়ে আমরা পুরো এলাকা ঘিরে ফেলি। ডাকাতরা পুলিশের উপর গুলিচালায় ঘটনায় এক পুলিশ কর্মী সহ দুজন আহত হয়।

ইতিমধ্যে আমরা দুজন দুস্কৃতিকে আটক করেছি বাকিদের খোঁজে তল্লাশি করে হচ্ছে । বসানো হয়েছে নাকা চেকিং ও। ডাকাতির এই ঘটনায় একদিকে যেমন স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে তেমনি পুলিশের তৎপরতায় খুশি রানীগঞ্জ বাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code