কোচবিহারে বীর চিলা রায়ের জন্মদিবস অনুষ্ঠান থেকে একাধিক বড় ঘোষনা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারের সিদ্ধেশ্বরীতে বীর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী র অনুষ্ঠান থেকে ঘোষনা করলেন -
১)বাবুরহাট চেকপোস্ট ঝিনাইডাঙ্গায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে বীর চিলা রায়ের পূর্ণাবয়ব মূর্তি।
২) নারায়ণী ব্যটলিয়নে চাকুরী পাবে নারায়ণী সেনার যুবকেরা।
৩) কোচবিহার ২ ব্লকে গঠিত হবে বীর চিলা রায় কমিউনিটি হল
৪) বানেশ্বর -সিদ্ধেশ্বরী মেলার মাঠ অবধি নবনির্মিত রাস্তার নামকরণ করলেন বীর চিলা রায় রোড (ইতিমধ্যে ১৬ লক্ষ টাকায় নির্মিত হয়েছে)
৫) বিশ্ববিদ্যালয়ে বীর চিলা রায়ের বীর গাঁথা অন্তর্ভুক্ত এর জন্য শিক্ষাদপ্তরের দৃষ্টি আকর্ষন করতে বললেন
৬) ভবিষ্যতে কোচবিহারে যেকোনো নবনির্মিত ইন্সটিটিউশন কিংবা পরিকাঠামোর নামকরণ বীর চিলা রায়ের নামাঙ্কিত হবে বলে ইঙ্গিত দিলেন।
7 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনবীর যোদ্ধা কে নত মস্তকে প্রণাম জানাই
উত্তরমুছুনএগুলা করে কি লাভ
উত্তরমুছুনঘরে ঘরে বেকার যুবক যুবতী রা বসে আছে সে দিকে একটু নজর দিন 🥺
Good news
উত্তরমুছুনgood news
উত্তরমুছুনgood news
উত্তরমুছুনGood news 😊
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊