বাড়ি বাড়ি লাল সবুজ দাগ দেওয়ার নির্দেশ তৃণমূলের মহিলা সাধারণ সম্পাদকের




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- পৌর ভোটের প্রচারে বেড়িয়ে বাড়ি বাড়ি লাল, সবুজ দাগ দেওয়ার নির্দেশ তৃণমূলের মহিলা সাধারণ সম্পাদক তথা, বোড়ো চেয়ারম্যান জুঁই বিশ্বাসের।রাজ্যের মোট ১০৮টি পৌর সভায় ভোট হবে আগামী ২৭ শে ফেব্রুয়ারি।পৌরভোট উপলক্ষে ইতি মধ্যে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।প্রচারে মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা তুলে ধরেন প্রার্থীরা।শোনেন এলাকার মানুষের সুখ দুঃখের কথা।




মঙ্গলবার বর্ধমান সাংস্কৃতিক লোকমঞ্চে পৌর প্রার্থীদের নিয়ে পৌর নির্বাচন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মহিলা সাধারণ সম্পাদক তথা, বোড়ো চেয়ারম্যান জুঁই বিশ্বাস,জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, শিক্ষা সেনগুপ্ত,মিনতি হাজরা সহ অন্যান্যরা।




আলোচনা সভায় জুঁই বিশ্বাস বলেন প্রচারে বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজের পাশাপাশি লাল, সবুজ পেনের দাগ কেটে দেবেন। ভোটের সময় বুথের সামনে আমাদের দের দুশো জন মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেবেন। পরে আবার দের দুশো জন মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেবেন।দেখবেন লাইন দেখে বিরোধীরা আর সামনে আসবে না।আগে আমাদের ফিফটি পারসেন্ট ভোট করিয়ে নেবেন। পরে বিরোধীরা এলো কি এলোনা সে নিয়ে আর মাথা ব্যথা থাকবে না।