Breaking News: নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের



High Court on SSC


নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের । জানা যাচ্ছে, নবম দশম শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতির আচ পাচ্ছে আদালত আর তাই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এমনটাই সূত্রের দাবি। ৭ই মার্চের মধ‍্যে শিক্ষাদপ্তরের ডেপুটি ডিরেক্টর ও সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকের তরফে সমস্ত নথিপত্র আদালতে পেশ করতে। যআ সিবিআইকে হস্তান্তর করা হবে। 



অভিযোগ, বেশি নম্বর পাওয়া প্রার্থীকে চাকরি না দিয়ে কম নম্বর পাওয়া ছয় প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। সোমবার সেই ৬ শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এই বেআইনি নিয়োগের ক্ষেত্রে সরকারের যা খরচ হয়েছে তা পুনরুদ্ধার করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। 



নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় দুর্নীতি রয়েছে বলে মনে করছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতেই তুলে দিল অভিজিৎ বন্দোপাধ‍্যায়। 




প্রসঙ্গত এর আগে গ্রুপ সি ও গ্রুপ ডি মামলাতেও একি পথে হেঁটেছিলেন বিচারপতি অভিজিৎ বন্দোপাধ‍্যায়‌।