১২ ঘন্টা বনধের সমর্থনে বাইক মিছিল বিজেপির কর্মী সমর্থকদের





জলপাইগুড়ি সহ নানান জায়গায় পৌরসভা ভোটের ছাপ্পা ভোটের অভিযোগে ভারতীয় জনতা পার্টির ডাকে রাজ্যে ১২ ঘন্টা বনধ ডাকে। বনধ সফলের দাবিতে এদিন রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় সেই চিত্র দেখা গিয়েছে একেবারেই আলাদা। এদিন জলপাইগুড়ি জেলা ভারতীয় জনতা কৃষাণ মোর্চা সভাপতি নকুল দাশ সহ অন্যান্য বিজেপি কর্মীরা রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বড়তলা থেকে বেলাকোবা বাজার সংলগ্ন মোটরসাইকেলে করে বিক্ষোভ মিছিল করে। এবং নানান জায়গায় পার্টি ফ্ল্যাগ লাগাতে দেখা গিয়েছে। তবে কোন অঘটন মূলক খবর পাওয়া যায়নি।




জলপাইগুড়ি জেলা ভারতীয় জনতা কৃষাণ মোর্চা সভাপতি নকুল দাশ জানায়, জলপাইগুড়ি সহ সমস্ত পৌরসভা নির্বাচনে তৃনমূলের উন্নয়ন বাহিনী দিয়ে যেভাবে ছাপ্পা ভোট ইভিএম ভাঙচুর, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি সমস্ত পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার বনধ ডেকেছে। তার সমর্থনে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল করলাম। জনগন আমাদের সাথে আছে। সাধারণ মানুষের ভালই সারা পেয়েছি । যদিও পুলিশ বাহিনী তৎপর ছিলেন, তবে কোনো অসুবিধে খবর পাওয়া যায়নি।