Madhyamik Exam 2022: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো পর্ষদ
৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে বিদ্যালয়ে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপত্র (admit card) । সুষ্ঠ ভাবে পরীক্ষা পরিচালনার জন্য একাধিক সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে এবার।
গতকাল পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা ২০২২ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের যে কোন অসুবিধায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া এই কন্ট্রোল রুমের সহযোগিতা পাওয়া যাবে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত।
দেখে নিন কন্ট্রোল রুমের যোগাযোগ মাধ্যম গুলি-
Control Room Email : madhyamik.parikshya@gmail.com
Control Room : 033 23213827, 033 2359 2274
President of the Board : 033 2321 3089 (T) 033 2321 3812 (F)
Secretary of the Board : 033 2321 3816 (T)
Deputy Secretary (Examination) : 033 2321 3844 (T) 033 2321 3216 (F)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊