এবার আসছে করোনার চতুর্থ ঢেউ! সতর্ক করলো গবেষকরা






করোনভাইরাস কেস কমে যাওয়ার সাথে সাথে ভারতীয়রা অবশেষে কিছুটা স্বস্তিতে শ্বাস নিচ্ছে। যাইহোক, আইআইটি কানপুরের বিজ্ঞানীদের একটি দলের সাম্প্রতিক গবেষণায় আশঙ্খা প্রকাশ করা হয়েছে যে ভারত জুনের মাঝামাঝি থেকে শেষের দিকে পরবর্তী কোভিড তরঙ্গের সাক্ষী হতে পারে এবং এই বৃদ্ধি প্রায় চার মাস ধরে চলতে পারে। যদিও চতুর্থ কোভিড তরঙ্গের তীব্রতা অনেক কারণের উপর নির্ভর করবে, যেমন, বৈকল্পিক প্রকৃতি, সারা দেশে টিকা দেওয়ার অবস্থা।



কানপুর আইআইটি-র (IIT Kanpur) একদল গবেষকের মতে, এবার নতুন ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তার করতে পারে। আর সেই প্রভাব অন্তত চার মাস থাকতে পারে। জার্নালে গবেষকরা জানাচ্ছেন, জিম্বাওয়ে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁরা এই অনুমান করছেন। 



করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ হ্রাস পেতে সুরক্ষা থেকে আলগা হচ্ছে মানুষ। এতে চতুর্থ ঢেউ নয়া সুযোগ পেতে পারে এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। ফলে হালকাভাবে নিচ্ছে না গবেষকরা। 



চতূর্থ ঢেউয়ে কোভিডের (COVID-19) নতুন ভ্যারিয়েন্ট দেখা যেতে পারে মানুষের শরীরে। তবে তা কতটা মারাত্মক হবে সেটা নির্ভর করবেন করোনা ভ্যাকসিনের কার্যকারিতার উপরে।