UPSC Recruitment 2022: একাধিক শূন্যপদে নিয়োগ করছে UPSC, আজই আবেদন করুন
একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৭শে জানুয়ারির মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে।
অ্যাসিস্ট্যান্ট অডিটর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ইকোনমিক অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ার, লেকচারার, সায়েন্টিস্ট, কেমিস্ট, জুনিয়র মাইনিং জিওলজিস্ট, রিসার্চ অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মোট ৭৮টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে UPSC ।
শূন্যপদের বিবরণ:
ASSISTANT EDITOR (ORIYA) – 01
ASSISTANT DIRECTOR (COST) – 16
ECONOMIC OFFICER – 04
ADMINISTRATIVE OFFICER – 01
MECHANICAL MARINE ENGINEER – 01
LECTURER – 04
SCIENTIST ‘B’ – 02
CHEMIST – 05
JUNIOR MINING GEOLOGIST – 36
RESEARCH OFFICER – 01
ASSISTANT PROFESSOR (AYURVEDA, BAL ROGA (KAUMARBHRITYA) – 01
ASSISTANT PROFESSOR (AYURVEDA, KAYA CHIKITSA) – 04
ASSISTANT PROFESSOR (AYURVEDA, KRIYA SHARIR) – 02
আবেদন করতে ও শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিষয়ে আরো বিস্তারিত জানতে নজর দিন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে: https://www.upsc.gov.in/
টিচার ট্রেনিং কলেজে উচ্চ শিক্ষা দফতরের অধীনে সব মিলিয়ে ৭টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে হবে নিয়োগ। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে West Bengal Public Service Commission (PSCWB) — https://wbpsc.gov.in যোগাযোগ করতে হবে।
1 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊