হাইকোর্টের সুপারিশে মান্যতা, বদল SSC-র চেয়ারম্যান
হাইকোর্টের সুপারিশে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বদল করলো রাজ্য। SLST নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে ভুলের দায়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ করে কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের তরফে ক্ষুব্ধ হয়েই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে পদ থেকে অপসারণের বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেয়। এরপর আজ রাজ্যের তরফে সেই সুপারিশকে মান্যতা দিয়ে চেয়ারম্যানকে বদল করলো রাজ্য।
সিটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদারকে শুভঙ্কর সরকারের পরিবর্তে এসএসসির চেয়ারম্যান করা হয়েছে। অপসারণের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এসএমএসে কীভাবে ৩দিন আগে কাউন্সেলিংয়ের বার্তা? কেন মেল বা স্পিড পোস্টে পাঠানো হয়নি নিয়োগের সুপারিশপত্র?’ জানতে চেয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি কাউন্সেলিংয়ে মামলাকারীদের সুযোগ দেওয়ার নির্দেশ। কোন ধরনের চেয়ারম্যান? প্রশ্ন ছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের।
এরপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বিষয়়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন৷ সেই বৈঠকেই নতুন চেয়ারম্যান হিসেবে সিদ্ধার্থ মজুমদারকে বেছে নেওয়া হয়৷ দুবছর আগেই এই পদেই ছিলেন সিদ্ধার্থ মজুমদার। মনে করে হচ্ছে সেই অভিজ্ঞতার ওপরেই আস্থা রাখা হল।
0 মন্তব্যসমূহ
thanks