man, women, house


রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর: পশ্চিম বর্ধমানঃ 

গতকাল সন্ধ্যায় সালানপুর থানার রূপনারায়পুর ফাঁড়ির অন্তর্গত সীমান্তপল্লী এলাকায় প্রাক্তন পুলিশকর্মীর বাড়ির জানালা কেঁটে চুরি হয়ে গেলো প্রায় 6 ভরি অলংকার (Gold) ,প্রায় 7 হাজার নগদ টাকা (money),এ.টি.এম কার্ড (ATM Card),প্যান কার্ড (PAN Card) এবং ব্যাংকের পাশ বই।

সূত্র অনুযায়ী জানা যায় যে গতকাল সন্ধ্যায় সীমান্তপল্লী এলাকার প্রাক্তন পুলিশকর্মী নারায়ণ তা নামক ব্যাক্তির বাড়ির পিছনে জানালাটির কাঁচ ভেঙ্গে হেকশো বেল্টের দ্বারা জানালার রড কেঁটে রান্নাঘরের পথ দিয়ে বাড়িতে ঢুকে গয়না সহ নগদ টাকা ও ব্যাংকের খাতা এবং এ.টি.এম কার্ড,পেন কার্ড নিয়ে চম্পট দেয় চোরের দলবল।

পরিবারের তরফে জানানো হয় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরের দল চুরি করেছে।কাল নারায়ণ বাবু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতা গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য।বাড়ির চাবি শ্যামলাল নামক যুবকে দিয়ে গিয়েছিলেন।সে যখন সন্ধ্যায় বাড়ির আলো জ্বালাতে আসে তখনই দেখে বাড়ির জিনিসপত্রগুলি এলো মেলো অবস্থায় রয়েছে এবং আলমারি খোলা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। রূপনারায়পুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে।কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে কয়েক দিন ধরে এলাকায় প্রচুর চুরির সংখ্যা বৃদ্ধি হয়েছে এলাকার মানুষ আতঙ্কে।দিন কয়েক আগে শ্রীকৃষ্ণপল্লীর বাসিন্দা স্বপন মাজির বাড়িতে চুরি হয় এখনো পর্যন্ত চোরের কোনো চোরের হদিশ পাওয়া গেলো না।