vaccine van



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও গত কয়েক দিনে বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণের হার। আর কোভিড থেকে রক্ষা পেতে সামাজিক সুরক্ষার পাশাপাশি ভ্যাকসিনের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু বহুক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মানুষই এখনো নেয়নি ভ্যাকসিন। আর তাই তাদের কথা ভেবে পশ্চিম বর্ধমানের আসানসোল ADM অফিসের সামনে থেকে মোবাইল ভ্যাকসিন ভ্যানের (mobile vaccine van) শুভ সূচনা করা হলো শুক্রবার।




মূলত সামাজিক সংস্থা কেয়ার ইন্ডিয়ার সহযোগিতায় জেলার প্রতিটি পাড়ায় পাড়ায় করোনা ভ্যাকসিন পৌঁছনোর লক্ষ্য এই উদ্যোগ বলে যানা গেছে। আর এবিষয়েই এদিন ডঃএস কে মোঃ ইউনুস বলেন, এখনো অনেকে ভ্যাকসিন নিতে পারেনি বা যারা শারীরিক অসুবিধার কারণে ভ্যাকসিন ক্যাম্পে পৌঁছাতে পারেনি বা প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া হয়নি তাদের জন্যই এই উদ্যোগ। আর তাই পাড়ায় পাড়ায় এই মোবাইল ভ্যাকসিন ভ্যান পৌঁছে গিয়ে দিয়ে আসবে ভ্যাকসিন। আর যার মধ্যে দিয়েই সফল হবে ভ্যাকসিন দেওয়ার কাজ। 

আর শুক্রবার সবুজ পতাকা দেখিয়ে এই মোবাইল ভ্যাকসিন গুলোর শুভ সূচনা করলেন পশ্চিম বর্ধমানের ADM. LR সন্দীপ টুডু ও ADM জেনারেল DR অভিজিৎ সেভালে। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার এস কে মোঃ ইউনুস।