Latest News

6/recent/ticker-posts

Ad Code

সম্প্রীতির গণবিবাহের সাক্ষী রইলো ময়নাগুড়িবাসী

সম্প্রীতির গণবিবাহের (marriage) সাক্ষী রইলো ময়নাগুড়িবাসী 


marriage



ময়নাগুড়িঃ গণবিবাহের আয়োজন ময়নাগুড়িতে। রবিবার ময়নাগুড়ির একটি বেসরকারি কলেজের প্রেসিডেন্ট তথা বিশিষ্ট সমাজসেবী মনোজ সাহার উদ্যোগে ও ব্যবস্থাপনায় আয়োজিত হয় গণবিবাহের। এদিনের অনুষ্ঠান যে শুধুমাত্র বিয়ে ও খাওয়াদাওয়া তা কিন্তু মোটেও নয়। এই গণবিবাহে কনের প্রয়োজনীয় যেমন - বাসনপত্র,লেপ,তোষক, খাট,ড্রেসিং টেবিল সহ সোনাও দেওয়া হয়।

এদিন ময়নাগুড়ির বেসরকারি বিএড কলেজ প্রাঙ্গণে তিন সম্প্রদায়ের মোট পাঁচ জোড়াবিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন মনোজ বাবু। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত গণবিবাহের একটি করে বিয়ে সু-সম্পন্ন করা হয়। পাঁচ জোড়া কনের মধ্যে নেপালি,আদিবাসী ও মুসলিম সম্প্রদায়ের কনে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

পাশাপাশি তিনি জানান, দীর্ঘদিন থেকে তার ইচ্ছে ছিল। এদিন করোনা স্বাস্থ্য বিধি মেনে এই গণবিবাহের আয়োজন করা হয়। তিনি আরও জানান, এই পাঁচ কন্যাকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছেন। এমনকি তার সম্পত্তির এবং ব্যবসা-বাণিজ্যের থেকে কিছুটা অর্থ তাদের ভবিষ্যৎ এর জন্য রেখে দেবেন বলেও জানান। মনোজ বাবুর এহেন উদ্যোগেকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়িবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code