Shaoli Mitra Passes Away
বাংলা থিয়েটার ও সিনেমার জগতে একটা ইতিহাসের সমাপ্তি ঘটলো । না ফেরার দেশে চলে গেলেন শাঁওলি মিত্র (Shaoli Mitra Passes Away)। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি । ২০১৯ সাল থেকেই অসুস্থ ছিলেন তিনি। আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার এই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব।
তাঁর অন্ত্যেষ্টির পর জানানো হল মৃত্য সংবাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
ঋত্বিক ঘটকের যুক্তি তক্কো আর গপ্পো চলচ্চিত্রে বংগবালা চরিত্রে অভিনয়ে মনে দাগ কেটে যায় চলচ্চিত্র প্রেমীদের। ২০১১ সালে তিনি রবীন্দ্র সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন সমিতির একজন চেয়ারপার্সন ছিলেন।
6 মন্তব্যসমূহ
RIP
উত্তরমুছুনSo sad 🥺
উত্তরমুছুনSad 🥺
উত্তরমুছুনSad news
উত্তরমুছুনso sad
উত্তরমুছুনওনার আত্মার শান্তি কামনা করি
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊