Primary TET কবে হবে ২০২২ এর প্রাইমারী টেট, জেনেনিন বিস্তারিত






মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্যে প্রত্যেক বছর টেট পরীক্ষা নেওয়া হবে। সেই মোতাবেক প্রাথমিক পর্ষদ –WBBPE (West Bengal Board Of Primary Education) প্রতি বছর প্রাথমিক টেট পরীক্ষা নেবে। 31/03/2022 এর মধ্যে তারা নতুন টেট পরীক্ষার আয়োজন করবে বলেও হাইকোর্টে এক মামলায় জানিয়েছিলো প্রাথমিক পর্ষদ।


তবে মনে করা হচ্ছে ২০১৭ সালের প্রাইমারী টেট পাস পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই নতুন করে ২০২২ সালের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।


এখনো পর্যন্ত যা খবর তাতে, 2022 সালের প্রাথমিক টেট (wb primary tet 2022) বিগত বছরের মতন 150 নাম্বারের হবে। জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের ৬০ শতাংশ এবং SC/ST/OBC পরিক্ষার্থীদের জন্য ৫৫ শতাংশ নাম্বার পেতে হবে টেট পরীক্ষায় কৃতকার্য হতে।


বিগত বছরের টেট সিলেবাস -
1.Child Development and Pedagogy-30 MCQs -30 Marks
2.Language I -30 MCQs -30 Marks
3.Language II -30 MCQs -30 Marks
4.Mathematics -30 MCQs -30 Marks
5. Environmental Studies-30 MCQs -30 Marks