Primary TET কবে হবে ২০২২ এর প্রাইমারী টেট, জেনেনিন বিস্তারিত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্যে প্রত্যেক বছর টেট পরীক্ষা নেওয়া হবে। সেই মোতাবেক প্রাথমিক পর্ষদ –WBBPE (West Bengal Board Of Primary Education) প্রতি বছর প্রাথমিক টেট পরীক্ষা নেবে। 31/03/2022 এর মধ্যে তারা নতুন টেট পরীক্ষার আয়োজন করবে বলেও হাইকোর্টে এক মামলায় জানিয়েছিলো প্রাথমিক পর্ষদ।
তবে মনে করা হচ্ছে ২০১৭ সালের প্রাইমারী টেট পাস পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই নতুন করে ২০২২ সালের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
এখনো পর্যন্ত যা খবর তাতে, 2022 সালের প্রাথমিক টেট (wb primary tet 2022) বিগত বছরের মতন 150 নাম্বারের হবে। জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের ৬০ শতাংশ এবং SC/ST/OBC পরিক্ষার্থীদের জন্য ৫৫ শতাংশ নাম্বার পেতে হবে টেট পরীক্ষায় কৃতকার্য হতে।
বিগত বছরের টেট সিলেবাস -
1.Child Development and Pedagogy-30 MCQs -30 Marks
2.Language I -30 MCQs -30 Marks
3.Language II -30 MCQs -30 Marks
4.Mathematics -30 MCQs -30 Marks
5. Environmental Studies-30 MCQs -30 Marks
8 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুন👍
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনWow good news
উত্তরমুছুনgood news
উত্তরমুছুনPlease agriculture department requirement.. kps কৃষি প্রযুক্তি সহায়ক ( KPS) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা "এগ্রিকালচার" বাধ্যতামূলক করা হোক।
উত্তরমুছুনআমরা জানি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে গেলে ডিএলএড বাধ্যতামূলক, হাই স্কুলে শিক্ষকতা করতে গেলে বি-এড বাধ্যতামূলক, হসপিটালে নার্স এর জন্য আবেদন করতে গেলে নার্সিং প্রশিক্ষণ বাধ্যতামূলক, কোনো অফিসে Data Entry Operator (DEO) এই পদের জন্য Computer Diploma বাধ্যতামূলক, পঞ্চায়েতে নির্মাণ সহায়ক পদের জন্য Civil Diploma বাধ্যতামূলক.......................
তাহলে রাজ্য সরকারের কৃষি দপ্তরে কৃষি প্রযুক্তি সহায়ক (KPS) পদের জন্য "এগ্রিকালচার" বাধ্যতামূলক নয় কেন?
একটা সাধারণ উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রী দের এগ্রিকালচার সম্বন্ধে কতটাই বা ধারনা আছে। তাহলে কেন Non Agriculture Student দের কে KPS পদের জন্য আবেদন করতে বলা হয়।
আমরা কৃষি নিয়ে আট বছর ধরে পড়াশোনা করছি, দু-বছর HS Agriculture, চার বছর B.Sc Agriculture, দু-বছর M.Sc Agriculture, মোট আট বছর ধরে এগ্রিকালচার এর অভিজ্ঞতা। এটা সম্পূর্ণ পড়াশোনা করতে মোট ছয় থেকে আট লাখ টাকা খরচ হয়েছে। তাহলে কী আমাদের এগ্রিকালচার নিয়ে পড়াশোনার কোনো দাম নেই।
তাই মাননীয়া মুখ্যমন্ত্রী ও কৃষি মন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ কৃষি প্রযুক্তি সহায়ক (KPS) পদে আবেদন করার জন্য এগ্রিকালচার কোর্স বাধ্যতামূলক করলে আমরা খুব উপকৃত হব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
নিম্নের পেপার কাটিং টা হল মার্চ 2016
sangbadekalavya@gmail.com মেইল করে ডিটেলস দিন
মুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊