নদীবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্থ গৃহহীন শীতে কষ্ট পাওয়া মানুষদের পাশে দাঁড়ালেন দিনহাটার চিকিৎসক অজয় মণ্ডল


অজয় মণ্ডল




আজ গীতালদহ অঞ্চলের বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম  জারিধরলা ও দরিবস এলাকার নদীবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্থ গৃহহীন শীতে কষ্ট পাওয়া পরিবারদের পাশে দাঁড়ালেন দিনহাটার চিকিৎসক অজয় মণ্ডল ও তাঁর টিম। 

উপস্থিত ছিলেন দরিবশ পঞ্চায়েত সদস্য সাদ্দাম মিয়াঁ, গীতালদহ ২ অঞ্চল প্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গ । তাঁদের উপস্থিতিতেই ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে খাদ্য ও শীতবস্ত্র তুলে দেন চিকিৎসক অজয় মণ্ডল। 

চিকিৎসক অজয় মণ্ডল জানান- 'আমি খবর পাই নদী তীরবর্তি বেশ কয়েকটি পরিবার সমস্যার সম্মুখীন । নদী ভাঙ্গনে বাড়িঘর তলিয়ে গেছে। তাঁদের কষ্টের কথা শুনে আমি তাঁদের পাশে চলে যাই আমার সীমিত সামর্থ্য নিয়ে। আগামীতেও তাঁদের পাশে থাকবো।'