New Year 2022 এর প্রথম দিনে উপচে পড়লো ভীড়, নেই মাস্কের ব্যবহার
রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুরঃ
নতুন বছরের প্রথমদিনেই আসানসোল মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক ও ঘুরতে আসা পর্যটকদের নামলো ঢল।
সুবজ মনোরম পরিবেশ মাইথন জ্বলাধরে পিকনিক করতে বা ঘুরতে বহু দূরদুরন্ত থেকে পর্যটক দের আগমন দেখা গেলো বছরের প্রথম দিনে। চলছে পর্যটকদের জন্য নৌকাবিহার ও স্পিডবোর্ডে করে ঘোরা।
একই সাথে মা কল্যানেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় দেখার মতো ছিলো।
তবে মাইথনপর্যটন পিকনিক এবং ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকদের মুখে মাস্ক ছাড়াই ঘোরাঘুরি ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরাতে। আরও পড়ুন ঃ PM-Kisan যোজনার টাকা আপনার একাউন্টে এসেছে কি? নিজের মোবাইলেই দেখে নিন
প্রশাসনের পক্ষ থেকে করোনা বিধি মানার বারবার মাইকিং করে প্রচার করা হচ্ছে।
6 মন্তব্যসমূহ
🙄🙄🙄
উত্তরমুছুন😐😐
উত্তরমুছুননতুন বছরের প্রথম দিনের মতো গোটা বছরটা
উত্তরমুছুনযনো আনন্দময় হয়ে উঠে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে মাস্ক ধারন করতে হবে। তবেই এই আনন্দটা সম্ভব ।
😒😒😐
উত্তরমুছুন🙄
উত্তরমুছুনCovid kintu Abar barche
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊