Latest News

6/recent/ticker-posts

Ad Code

Kotwal of Kashi করোনা সংক্রমণের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে পুলিশের উর্দিতে ‘কাশীর কোতোয়াল’


Baba Kaal Bhairav





পুলিশের উর্দিতে দেখা গেল 'কাশীর কোতোয়াল’ কে। তিনি ভগবান বাবা কালভৈরব। এবার তাঁর দেখা মিলবে পুলিশের উর্দিতে। মন্দিরে কালভৈরবকে নতুন রূপে দেখতে ভিড় উপচে পড়ছে। বিগ্রহের মাথায় পুলিশ টুপি, বুকে একটি ব্যাজ রয়েছে। এছাড়া ডান হাতে রেজিস্টার ও বাম হাতে রয়েছে রুপোর লাঠি।




সোশ্যাল মিডিয়ায় এই নতুন লুক ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সেই সঙ্গে বাড়ছে ভিড়। যা সামলাতে হিমশিম মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের মহন্ত অনিল দুবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘‘করোনা সংক্রমণের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে মন্দিরে বিশেষ পুজো করা হচ্ছে। বাবার কাছে প্রার্থনা, তিনি সকলকে দয়া করুন। যেন এই রাজ্য ও দেশের সর্বত্র সুখ ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ে। সকলে যেন সুস্থ থাকেন। কাউকে যেন কোনও রকম সমস্যায় না পড়তে হয়।’’




এক পুণ্যার্থীর জানান, ‘‘বাবা কালভৈরবকে কাশীর রক্ষাকর্তা বলা হয়। এবার তাঁকে এই উর্দিও পরানো হল। উনি অন্যায়কারীদের কড়া হাতে দমন করবেন। স্বয়ং বাবা যখন রেজিস্টার ও পেন হাতে বসে আছেন, আর কেউ অভিযোগ জানাতে ভয় পাবে না।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code