Latest News

6/recent/ticker-posts

Ad Code

'যমের অরুচি' নন স্বস্তিকা, নিজেই জানালেন তিনি

'যমের অরুচি' নন স্বস্তিকা, নিজেই জানালেন তিনি


Swastika Mukherjee




একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন টলিউড অভিনেতা অভিনেত্রীরা। রুদ্রনীল, রাজ, শুভশ্রী, ঋতুপর্ণা করোনা আক্রান্তের খবরে যেন সিনেমাপ্রেমী মানুষদের মনে নেমে এসেছে চিন্তার মেঘ। এবার করোনা আক্রান্ত স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।



নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে একটু অন্যরকম ভাষাতেই সেকথা জানিয়ে দিলেন তিনি। খানিক মজার ঢঙে পোস্ট করলেন 'শুনছিলাম এবারেও যাদের হচ্ছেনা তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচি লিস্টে নেই।'



তবে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেননি অভিনেত্রী। মেয়ে অন্বেষা কেমন আছে সে কথা উল্লেখ করেননি। তাঁর পোস্টে দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই মন্তব্য করেছেন।



দেব, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুক্মিনী মৈত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বনি, কৌশানি, ঋদ্ধি সেন থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ, পার্ণো মিত্র, অনুভব কাঞ্জিলালের মতো তারকারা তৃতীয় ঢেউয়ে করোনা আক্রান্ত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code