প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের



High Court on SSC



প্রাথমিক শিক্ষক( WB Primary Court Case) নিয়োগে স্থগিতাদেশ আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে 2018 সালে NCTE বিজ্ঞপ্তিতে B.ED. দের প্রাথমিক পরীক্ষায় বসতে দেওয়া ও ১৬৫০০ শুন‍্যপদের ৭৩৮ শুন‍্যপদে D.EL.Ed চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার নিয়ে মামলা হয়। সেই মামলার শুনানিতে প্রাথমিক হস্তক্ষেপ নয় বলেই জানিয়ে দিল আদালত।




রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের ঘোষনা মতো ১৬৫০০ শূন‍্যপদ নিয়োগে অবশিষ্ট ভুল প্রশ্ন মামলায় ৭৩৮ শুন‍্যপদে নিয়োগে D.EL.Ed চাকরিপ্রার্থীদের নিয়োগের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় মামলাকারী।



মামলাকারীদের বক্তব্য, এনসিটির যে বিজ্ঞপ্তি অনুসরণে BEd উত্তীর্ণদের এই পদে নিয়োগ করা হয়েছে সেটি রাজস্থান হাইকোর্ট খারিজ করে দিয়েছে, যা কোথাও চ্যালেঞ্জ করা হয়নি। এমতাবস্থায় বাকি পরে থাকা (৭৩৮) পদগুলিতে ডিএলএড উত্তীর্ণদের মধ্যে থেকে এই পদে নিয়োগ করা হোক।



মামলাকারীদের এই দাবিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দেন, যেহেতু মামলাকারীরা আগে যোগ্য হিসেবে বিবেচিত হননি ।তাই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা ঠিক হবে না ।কারণ, সেক্ষেত্রে যারা চাকরি পেয়ে গিয়েছে তাদের প্রতি অবিচার করা হবে । আরও পড়ুনঃ Breaking News : এবার রেশনে মিলবে রান্নার গ্যাস !




সব পক্ষের হলফনামা জমার পর চার সপ্তাহ পর শোনা হবে বলে জানানো হয়েছে। যে ৭৩৮টি পদ এখনও ফাঁকা রয়েছে সেখানে কোনও অগ্রাধিকার নয়। নিয়োগ প্রক্রিয়া যেমন ভাবে শুরু হয়েছে ঠিক তেমন ভাবেই যেন নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় কোর্ট।




আদালত জানিয়েছে, হাইকোর্টের নির্দেশে অনলাইনে আবেদনপত্র জমা করা প্রার্থীদের জন্য 738 টি পদ এখনও ফাঁকা আছে তা নতুন নয় ।এসব পদ পূরণ করার জন্য নতুন কোন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি । তাছাড়া BED উত্তীর্ণ যে সুবিধা এই নিয়োগ প্রক্রিয়ায় পেয়েছে বা পেতে চলেছে তা হঠাৎ প্রত্যাহার করা যায় না ।