'চার দেওয়ালের বেড়াজালে ডুবছে স্কুল'- অভিযোগ খতিয়ে দেখতে কোচবিহার ডি পি এস সি চেয়ারম্যান

হিতেন বর্মন




তপন বর্মন, নিগমনগরঃ 
আজ শুক্রবার নিগম নগর বেসিক ট্রেনিং কলেজ এবং বেসিক ট্রেনিং কলেজ সংলগ্ন ১ নং পরীক্ষামূলক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় পরিদর্শন করতে এলেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান হিতেন বর্মন।

বিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ ছিল নিগম নগর বেসিক ট্রেনিং কলেজের বাউন্ডারি হওয়ার ফলে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে ঢোকার রাস্তা বন্ধের মুখে। যেদিকে বেসিক ট্রেনিং কলেজের প্রধান দরজা সেদিকে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে ঢুকতে হলে অনেকটা পথ ঘুরে আসতে হয়। এর ফলে ছাত্র ভর্তির পরিমাণ কমে গেছে বলে দাবি বিদ্যালয় কতৃপক্ষের।

এবিষয়ে কোচবিহার জেলা তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত নাহা জানান "বাউন্ডারি ওয়ালের বেড়াজালে বন্ধ হতে পারে ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত নিগম নগরের ঐতিহ্যবাহী স্কুল। "

এই বিষয়টি ভালো করে সরজমিনে তদন্তে আসেন কোচবিহার জেলা ডি পি এস সি চেয়ারম্যান হিতেন বর্মন মহাশয়। তিনি বিদ্যালয়ের চারপাশে ঘুরে ফিরে দেখেন। এরপর বিদ্যালয়ের পূর্ব দিকের ওয়াল কেটে ছোটো দর্জা বানানোর পরামর্শ দেন।

অপরদিকে বেসিক ট্রেনিং কলেজ পরিদর্শন করে কলেজের শ্রেনীকক্ষ, রান্নাঘর, হোস্টেল রুম গুলির পরিকাঠামোগত উন্নয়ন দেখে তিনি জানান-" পরিকাঠামো গত উন্নয়ন খুব ভালো হয়েছে। ভগ্নপ্রায় বিল্ডিং গুলি মেরামত করা হয়েছে। কলেজে ছাত্র ছাত্রীদের থাকার ঘরগুলিতে ইলেকট্রিকের কাজ হলেই পরিকাঠামোর উন্নয়নের কাজ সম্পূর্ণ হবে। "

নিগম নগর বেসিক ট্রেনিং কলেজের প্রিন্সিপাল দুলালচন্দ্র রায় জানান "ছাত্র ছাত্রীদের সুবিধার্থে একটা গেট হলে ভালোই হয়, চেয়ারম্যান সাহেব এলেন, কলেজের সবকিছু ঘুরে দেখলেন , খুব ভালো লাগলো। "