Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাত হলেই নানান বিকট শব্দ বেজে ওঠে ট্রেন দুর্ঘটনাস্থলে, হরিনাম সংকীর্তন এলাকাবাসীর

রাত হলেই নানান বিকট শব্দ বেজে ওঠে ট্রেন দুর্ঘটনাস্থলে, হরিনাম সংকীর্তন এলাকাবাসীর


moynaguri jalpaiguri


মধুসূদন রায়, ময়নাগুড়িঃ সন্ধ্যা নামলেই আত্মার ভয়ে থমথমে পরিস্থিতি তৈরি হয় এলাকায়। দুর্ঘটনায় মৃতদের অশরীরী আত্মা দাপিয়ে বেড়াচ্ছে গোটা দুর্ঘটনাস্থলে। নিহতদের আত্মার শান্তি কামনায় হরিনাম সংকীর্তন এলাকাবাসীর। 

উল্লেখ্যঃ গত ১৩ জানুয়ারি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মৌয়ামারি গ্ৰামের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বিকানির গৌহাটিগামী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে দশটি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় মৃত্যু হয় নয় জনের এবং তেতাল্লিশ জন জখম হয়। ঘটনার তদন্ত চলছে এখনও। 

দূর্ঘটনার ভাঙাচোরা বেশ কয়েকটি বগি ঘটনাস্থলের পাশে রেখে , লাইন সারাই করে চালু হয়েছে ট্রেন চলাচল। ঘটনার পর থেকেই সন্ধ্যা নামলেই অশরীরী আত্মার ভয়ে দিন গুনছেন এলাকাবাসীরা।

এলাকাবাসীর দাবি, দুর্ঘটনাস্থলের দিকে কান পাতলেই শোনা যায় দূর্ঘটনার পর সেই চিৎকারের শব্দ। রাত হলেই নানান বিকট শব্দ বেজে ওঠে দুর্ঘটনাস্থলে। চিৎকার আর অত্যাচার চালাচ্ছে মৃতদের আত্মা। দূর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় হরিনাম সংকীর্তনের আয়োজন গ্রামবাসীদের। খোল, করতালের শব্দে আর কৃষ্ণনামে দূর হবে অশরীরী প্রেতাত্মা, এমন বিশ্বাসে সাহস সঞ্চয় করতে চাইছেন গ্রামবাসীরা।


একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

  1. ভুত বলে কিছু হয় না ।
    তবুও যে যার মনের বিশ্বাস ।

    উত্তরমুছুন
  2. আতংকিত হয়ে আছে এলাকা বাসী

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code