উচ্ছেদের নোটিস টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো, দুই দলের মধ্যে ঝামেলা, শুরু রাজনৈতিক তরজা
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : উচ্ছেদের নোটিস টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা রেল পারের চাঁদমারি এলাকায়। রেল পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষরা। শুক্রবার আসানসোল পৌর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকায় রেলের আবাসন উচ্ছেদ করতে গিয়ে রেল পুলিশের সাথে ঝামেলা। পরে ওই এলাকারই তৃণমূল প্রার্থী সি কে রেশমা পৌঁছায় । সেখানে গিয়ে উচ্ছেদে বাধা দেয় তৃণমূল প্রার্থী । পাশাপাশি পৌঁছায় নির্দল প্রার্থী মিথিলেশ দাস । পৌঁছানোর পর দুইপক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
উচ্ছেদের নোটিস টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা রেল পারের চাঁদমারি এলাকায়। রেল পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষরা। শুক্রবার আসানসোল পৌর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকায় রেলের আবাসন উচ্ছেদ করতে গিয়ে রেল পুলিশের সাথে ঝামেলা। পরে ওই এলাকারই তৃণমূল প্রার্থী সি.কে. রেশমা পৌঁছায় সেখানে গিয়ে উচ্ছেদে বাধা তৃণমূল প্রার্থী পাশাপাশি পৌঁছায় নির্দল প্রার্থী মিথিলেশ দাস পৌঁছানোর পর দুইপক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এদিন পার্বতী ঠাকুর নামের এক বাসিন্দা জানান, আমাদের বাড়িতে এসে একটি কাগজে সই করতে বলা হয়। আমরা জিজ্ঞাসা করলে ওনার বলেন, এটায় সই করুন আর বাড়ি খালি করে দিন। আমরা গরীব মানুষ আমাদের এখান থেকে উচ্ছেদ করে দিলে আমরা কোথায় যাবো। আমাদের যদি অবস্থা ভালো হতো তাহলে কি এখানে থাকতাম। আমরা বাড়ি খালি করে দেবো কিন্তু আমাদের থাকার একটা ব্যাবস্থা করে দেওয়া হোক। নাহলে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে কি রাস্তায় গিয়ে বসবো।
এদিন তৃণমূল প্রার্থী সি.কে. রেশমা বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হই। বারবার রেল কর্তৃপক্ষ এদের এই নোটিশ গুলো পাঠাচ্ছে। আমরা রেল কর্তৃপক্ষকে এই গ্রাসরুট এর মানুষদের সমস্যার কথা জানিয়েছি। ডি.এম. স্যার কে বিষয়টি জানানো দরকার। এখনকার মানুষ খুবই দরিদ্র এদের এখান থেকে উচ্ছেদ করলে এরা কোথায় যাবে। আমরা কর্পোরেশনের তরফ থেকে এই জায়গায় কিছু করতে পারছি না, কারণ এটি রেলের জায়গা।
এই ঘটনা প্রসঙ্গে নির্দল প্রার্থী মিথিলেশ দাস বলেন, আজ রেল আধিকারিকরা এসে এখানকার বাসিন্দাদের নোটিশ দিয়ে থাকে আর সই করাতে থাকে। এখানকার সাধারণ মানুষজন খুব গরীব। কোভিড পরিস্থিতিতে তাদের অবস্থা আরো খারাপ হয়েছে। ঘটনায় ভীত হয়ে একাকার বাসিন্দারা ক্ষোভ দেখাতে শুরু করেন। আমরা এসে রেল আধিকারিকদের সাথে কথা বলে তাদের পাঠিয়ে দিয়েছি। এই সমস্ত মানুষদের অন্যত্র থাকার ব্যাবস্থা না করলে তারা কোথায় যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊