Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার মমতাকে কড়া আক্রমণ তথাগত রায়ের

এবার মমতাকে কড়া আক্রমণ তথাগত রায়ের 



একুশের নির্বাচনে ভরাডুবির পর রাজ্য বিজেপির নেতাদের আক্রমণ করতে ছাড়েননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। তাঁর টুইট ঘিরে তৈরি হয়েছে একের পর এক বিতর্ক। এবার আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।



বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় এবারও টুইটেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। দু’‌দিনের সফরে মুম্বই গিয়ে আদিত্য ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বাণিজ্যনগরীর শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন মমতা। আর তা নিয়েই এবার আক্রম তথাগতের।



সরাসরি খোঁচা দিয়ে টুইটারে তথাগত রায় লেখেন, ‘‌মমতা মুম্বই গিয়ে শিল্পপতিদের সঙ্গে কথা বলছেন! এসব তো শুধু পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে বেকার ছেলেদের ধোঁকা দেওয়ার জন্য! যিনি বিক্ষোভ করে টাটার মতো শিল্পপতিকে তাড়িয়েছেন, অর্ধেক তৈরি কারখানা ভেঙে ধুলোয় মিশিয়ে দিয়েছেন, তাঁর ডাকে কত শিল্প আসবে আপনারাই বুঝে নিন।’‌



অপর একটি টুইটে লেখেন, ‘‌শখ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হবেন। এদিকে বাংলাভাষী ত্রিপুরা পর্যন্ত পিছলে গেল হাত থেকে। তাই কোথায় গোয়া, কোথায় হরিয়ানা, এক একটা বিক্ষুব্ধ নেতা ধরে পাঁয়তারা কষছেন। তা কষুন। কিন্তু এইসব নেতা ধরে আনার যে খরচ সেটা যে পশ্চিমবঙ্গবাসীর পকেট থেকেই যাচ্ছে তা যেন আমরা ভুলে না যাই।’‌

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code