RCB সমর্থকদের উদ্দেশে আবেগপ্রবণ বার্তা বিরাট কোহলির
RCB সমর্থকদের উদ্দেশে আবেগপ্রবণ বার্তা বিরাট কোহলির । ২০২১-র আইপিএল মরশুমে আরসিবির অধিনায়কত্ব ছাড়ার কথা জানান বিরাট কোহলি। কিন্তু বিরাট কোহলি যে আরসিবিতেই থাকবেন, তা মোটামুটি নিশ্চিতই ছিল। আর প্রত্যাশামতোই আরসিবি রিটেন করেছে বিরাট কোহলিকে।
আরসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বিরাট লিখেছেন, ''সফর আরও দীর্ঘায়িত হোক। আরসিবি আমাকে রিটেন করেছে। দুর্দান্ত একটা সফর চলছে আমার আরসিবিতে। আরও তিনটে বছর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকব আমি। অসাধারণ একটা অনুভূতি। আমার মনে হয় এখনও সেরাটা দেওয়া বাকি রয়েছে। নতুন মরসুমে আরও ভাল কিছু হবে।''
২০২২ র আইপিএলের আগে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্লেয়ারদের রিটেনশন। পাশাপাশি আরও দুইদল যুক্ত হচ্ছে আসন্ন আইপিএলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊