পৌর নির্বাচনে প্রাক্কালে তৃণমূলের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য 


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান সদর:- 


পৌর নির্বাচনে প্রাক্কালে তৃণমূলের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো বর্ধমান পৌরসভার ৩২ নং ওয়ার্ডের খোসবাগান এলাকায়।




এলাকার মানুষের পরিষেবার সার্থে তৎকালীন তৃণমূল নেতা সমীর রায়ের নেতৃত্বে ৩২ নং ওয়ার্ডের খোসবাগান এলাকায় তৈরী করা হয়েছে তৃণমূল পার্টি অফিস।২০২০ সালে জননেতা সমীর রায়ের মৃত্যুর পর পার্টি অফিসে তৃণমূলের কাজকর্ম সারতেন তৃণমূল নেতা জালাল উদ্দিন মল্লিক।পৌর নির্বাচনের প্রাক্কালে এই পার্টি অফিসের দখল নিতে

চাইছে তৃণমূলেরই অপর গোষ্ঠী।তৃণমূলের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোষ্টি সংঘর্ষ চরম পর্যায় পৌছলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বর্ধমান সদর থানায় হাজির হন ৩২ নং ওয়ার্ডের তৃণমূলে দুই গোষ্টি।




৩২ নং ওয়ার্ডের প্রাক্তন জেলা যুব সভাপতি জালাল উদ্দিন মল্লিক বলেন ২০০১ সাল থেকে ওই পার্টি অফিসে শুধু বর্ধমান জেলাই নয়, জেলার বাইরের অনেক মানুষ এখন থেকে পরিষেবা নিয়েছেন।এখন কিছু লোক এর দখল নিতে চাইছে।এবিষয়ে সদর থানায় অভিযোগ করা হয়েছিল।




তৃণমূল নেতা জন বলেন ওখানে কিছু বাইরের ছেলে আড্ডা মারে নোংরম করতো। পার্টি অফিসটিকে ক্লাব ঘড়ে পরিনত করেছে।রাত নটার পর ওই এলাকায় সিপিএম, বিজেপির ছেলেরা আড্ডা মারছে।সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূলের ছত্র ছায়ায় আসলেও তাদেরকে মেনে নিতে পারছেনা তৃণমূলের অপর গোষ্ঠী।




পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,পার্টি অফিস দখল করার কোনো ব্যাপার নেই।একটা সময়ে সমীর রায় এই পার্টি অফিস করেছিলেন। সেই পার্টি অফিসে সবাই বসবে এটাই।