দু’বছর পর হস্তশিল্প মেলার শুভ সূচনা (handicraft fair)


হস্তশিল্প মেলা



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:

করোনার কারণে প্রায় দু’বছর পর এই প্রথম আসানসোলে হস্তশিল্প মেলার আয়োজন করল হ্যান্ডিক্রাফট কমিশনারের দপ্তর । আজ

হস্তশিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠিত হলো,কেন্দ্রীয় সরকারের অধীন বস্ত্র মন্ত্রকের বর্ধমান হান্ডিক্রাফটস সার্ভিস সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর।

শুক্রবার জেলা গ্রন্থাগার ময়দানে এই হস্তশিল্প মেলা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় সরকারের অধীন বস্ত্র মন্ত্রকের বর্ধমান হান্ডিক্রাফটস সার্ভিস সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (হান্ডিক্রাফটস) মৌসুমী গুহ উকিল, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের হান্ডিক্রাফটস বর্ধমান সেন্টারের পক্ষ থেকে পীযুষ সিংহ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শঙ্খ শিল্পী বাবলু নন্দী, রাজ্য স্তরের পুরস্কারপ্রাপ্ত পটচিত্রশিল্পী ভাটু চিত্রকর, বিখ্যাত কাঁথা শিল্পী ও এগ্রা এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট সোসাইটির সহ সম্পাদক মধুসূদন বিশ্বাস, সোসাইটির প্রধান কমলাকান্ত জানা, প্রাক্তন কাউন্সিলর ববিতা দাস প্রমুখ।