৯৯ শতাংশ আমরাই জিতবো- আশাবাদী অমরনাথ

অমরনাথ


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল

৯৯ শতাংশ আমরাই জিতবো। পুরোভোট প্রসঙ্গে একথা জানান আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।


প্রসঙ্গ; পুরোভোটে এক চুল জমি ছাড়তে নারাজ বিভিন্ন রাজনৈতিক দল। তাই এবার কোমর নামতে প্রস্তুত তৃণমূল,বিজেপি, সিপিএম,কংগ্রেস। শুধু অপেক্ষা পুরো ভোটের নির্ঘন্টের।

শুক্রবার আসানসোল পৌরনিগমে তিনি একথা জানিয়েছেন। প্রসঙ্গত বৃহস্পতিবার রাজ্যের নির্বাচন কমিশনের তরফে হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দেওয়া হয় আগামী ২২ শে জানুয়ারি আসানসোল পৌরনিগম সহ ৫ টি পৌরনিগমের ভোট এবং ২৭ শে ফ্রেবয়ারি বাকি সমস্ত পুরসভার ভোট করা হবে। অমরনাথ চট্টোপাধ্যায় বলেন আমরা প্রস্তুত রয়েছি।এমনকি ৯৯ শতাংশ আমরাই পুরোভোটে জিতবো বলে জানান তিনি।