জলপাইগুড়ি জেলার রোগী কল‍্যান সমিতির নতুন চেয়ারম্যান

রোগী কল‍্যান সমিতি



জলপাইগুড়ি জেলার রোগী কল‍্যান সমিতির নতুন চেয়ারম্যান হলেন সদর বিধান সভার নব নিযুক্ত বিধায়ক প্রদীপ কুমার বর্মা।

শুক্রবার এই কথা জানিয়েছেন প্রদীপ কুমার বর্মা। তাকে রাজ্য স্বাস্থ্য ভবন থেকে বিষয়টি জানিয়েছেন বলে তিনি বলেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর ডাক্তার বর্মা বলেন দু একদিনপর পুরো দায়িত্ব বুঝে মানুষের সেবায় নামবেন।যদিও স্বাস্থ্য পরিসেবা নিয়ে তিনি খুশি প্রকাশ করেছেন। কোন খামতি থাকলে তা পূরণ করার কথা তিনি বলেন।

এর আগে রোগী কল‍্যান সমিতির চেয়ারম্যান ছিলেন প্রাক্তন সাংসদ বীজয় চন্দ্র বর্মন। তিনি কয়েক বছর এই দায়িত্ব পালন করেছিলেন।