'UPA আবার কী ? UPA বলে কিছু নেই।', কংগ্রেসকে বাদ দিয়ে নয়া জোট জল্পনা উসকে দিলেন মমতা
২৪-র ঘুঁটি সাজাতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। একে একে রাজ্য থেকে রাজ্য ঘাসফুলের বীজবপন আরম্ভ করে দিয়েছে। ময়দানে স্বয়ং মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ও।
বুধবার দুপুরে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে মমতা, অভিষেক ও অজিত পাওয়ারের মধ্যে বৈঠক হয়। আর বৈঠকের পর কংগ্রেসকে বাদ দিয়েই জাতীয় স্তরে নতুন এক জোটের জল্পনা উস্কে দিলেন তিনি।
এদিন তিনি বলেন, "UPA আবার কী ? UPA বলে কিছু নেই।" বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, যে ফ্যাসিবাদ চলছে তার বিরুদ্ধে কেউই লড়াই করছে না। কিন্তু, শক্তিশালী বিকল্পের প্রয়োজন রয়েছে। শরদজি অন্যতম বর্ষীয়ান নেতা। আমি এনিয়ে আলোচনা করতে এসেছিলাম। শরদজি যা বলেছেন তাতে আমি সহমত। UPA বলে কিছু নেই ।
এদিকে বিদ্বজ্জনেদের সঙ্গেও বৈঠকের পর কে হবেন ভারতের প্রধানমন্ত্রী। সেই প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘পরিস্থিতি ঠিক করবে কে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিজেপিকে (BJP) বোল্ড আউট করাই প্রথম লক্ষ্য, খেলা হবে।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊