ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর-পশ্চিম ভারত, ভারতের শীতলতম স্থানে তাপমাত্রা নেমে মাইনাস ১৯.১
ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর-পশ্চিম ভারত (NorthWest India)। হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়ে চলছে শৈত্যপ্রবাহ (Cold wave)। দিল্লি, পঞ্জাব, পশ্চিম উত্তর প্রদেশেও ব্যাপক ঠান্ডা পড়েছে।
এই সব জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে চলে গিয়েছে। অমৃতসরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ০.৫ ডিগ্রি, পশ্চিম রাজস্থানে (-)২.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি।
এদিকে, পশ্চিম রাজস্থানের চুরুতে তাপমাত্রা মাইনাস ১.১ ডিগ্রি সেলসসিয়াসে নেমে গিয়েছে। অথচ এই চুরুতেই চলতি বছর গরমে তাপ্মাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়েছিল।
বর্তমানে ভারতের শীতলতম স্থান লাদাখ (Lasakh) কেন্দ্রশাসিত অঞ্চলের দ্রাস সেক্টর (Dras Sector)। শনিবার ভোরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ১৯.১ ডিগ্রি সেলসিয়াসে! দ্রাসের পরই সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করেছে জম্মু ও কাশ্মীর (Jammu And Kasmir) কেন্দ্রশাসিত এলাকার পহলগাম (Pahalgam)। পহলগামের এদিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊