মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার কাতর আবেদন রাজ্যের বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষকদের 


one lady some boys



রাজ্যের সরকারি এবং আধা-সরকারি বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলিতে আংশিক সময়ের শিক্ষকগণ নিয়মিত শিক্ষকতা করে চলেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার ফলে অনেক বিদ্যালয় তাদের মাসিক সাম্মানিক টুকু পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে চরম আর্থিক সংকটের মধ্য পড়েছেন রাজ্যের বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষকগণ।

আজ তাদের এই করুণ অবস্থার কথা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য মালদা জেলার পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক তপেস রাজবংশীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সাথে সাক্ষাত করে তাঁর সাহায্য প্রার্থনা করেন।


উনারা মাননীয় মন্ত্রীকে এর আগেও তাদের দুঃখ দুর্দশার কথা জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। আগামী ৮ ই ডিসেম্বর মাননীয়া মুখ্যমন্ত্রী মালদা জেলায় প্রশাসনিক মিটিং করতে মালদা জেলা সফরে যাচ্ছেন। সেই সময় সরাসরি মাননীয়া মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করিয়ে দেওয়ার জন্য তাঁকে অনুরোধ জানিয়ে বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাগণ একটি স্মারকলিপি তুলে দেন।

সম্পাদক তপেস রাজবংশী বলেন- "মন্ত্রী মহোদয়া তাদের দাবি মন দিয়ে শোনেন এবং বলেছেন তিনি যতদূর সম্ভব চেষ্টা করবেন। তাছাড়া যদি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় না পাওয়া যায় তাহলে তিনি নিজে বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাদের দাবি পত্র মাননীয়া মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন।"