উচ্চমাধ্যমিক Test Exam নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি সংসদের

উচ্চমাধ্যমিক Test Exam নিয়ে গুরুত্বপূর্ণ  বিজ্ঞপ্তি জারি সংসদের -H.S. Test Exam 2022

Test Exam


গত ১৬ নভেম্বর থেকে নবম-দ্বাদশের পঠন পাঠন শুরু হয়েছে । জোর কদমে চলছে পরীক্ষা প্রস্তুতি। কিন্তু অপরদিকে ওমিক্রনের আতঙ্ক যখন বিশ্বজুড়ে তখন আগামী মার্চ মাস নাগাদ কি পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়েও রয়েছে একধরনের আশঙ্কা। 

এমন পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি জরুরী বিজ্ঞপ্তি জারী করেছে।  দ্বাদশ শ্রেণির (class-xii)  Test Exam নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে সংসদ। 

31st December, 2021 এর মধ্যে প্রতিটি theoretical subject এর 50নাম্বারের (marks) টেস্ট এক্সাম (test exam.) নিতে হবে। আরও পড়ুনঃ Exclusive Report: ভাইরাল কাঁচা বাদামের শিল্পীর সাথে মুখোমুখি সংবাদ একলব্য

এই টেস্ট পরীক্ষার সময় সুচী থেকে যাবতীয় বিষয় ঠিক করবে বিদ্যালয় গুলি। এই টেস্ট পরীক্ষার ফলাফল  বিদ্যালয় গুলিকে রাখতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন হলে সংসদ ছাত্রছাত্রীদের মূল্যায়নের তথ্য বিদ্যালয় গুলির কাছে চাইতে পারে। 

তবে ৫০ নাম্বারের  টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কারা তৈরি করবেন সে বিষয়ে স্পষ্ট কোন উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।  

TEST EXAM NOTIFICATION



12 মন্তব্যসমূহ

thanks

  1. Adeu ki exam hobe? Je vabe corona abar barche, abar sathe notun virus o asche

    উত্তরমুছুন
  2. স্বাস্থ্য বিধি মেনে পরিক্ষা নেওয়া হোক ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

thanks