Big Breaking: করোনা রুখতে নয়া নির্দেশিকা রাজ‍্য সরকারের

Big Breaking: করোনা রুখতে নয়া নির্দেশিকা রাজ‍্য সরকারের






করোনার ভয়াল দাপট থেকে কিছুটা রেহাই মেলার পরেও নিস্তার হয়নি। এবার দোসর ওমিক্রণ। আর তার জেরেই রাজ‍্যজুড়ে করোনা বিধি নিষেধ আরো কঠোরের পথে রাজ‍্য। আজ নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত করোনা বিধি নিষেধের মেয়াদ বাড়ালো নবান্ন।




পাশাপাশি, এই সময়কাল পর্যন্ত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকবে নৈশ কার্ফু। জরুরী কারণ ছাড়া বাইরে বেড়োনো নিষিদ্ধ। এর আগে ৩১ নভেম্বর পর্যন্ত রাজ্যে জারি ছিল নাইট কারফিউ। রাজ্যের তরফে সেই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল আরও ১৫ দিন। অর্থাৎ ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে জারি থাকবে রাত্রিকালীন নিষেধাজ্ঞা।




পাশাপাশি, রাজ‍্যবাসীকে বাইরে বেরোলেই মাস্ক পড়ার বিষয়ে কড়া বিজ্ঞপ্তি রাজ‍্য সরকারের। বাজার-ঘাটে করোনা বিধি নিষেধ জারি না হলেও মাস্ক পড়া বাধ‍্যতামূলক। 



সম্প্রতি, ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এদিকে তাই রাজ‍্যেও ওমিক্রণের আতঙ্ক। ফলে আগেভাগেই আঁটঘাট বাঁধছে রাজ‍্য। সেই সঙ্গে করোনা বিধিনিষেধ মেনে চলার কথা জানানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

thanks