নতুন বছরে ছাত্র ছাত্রীদের জন্য বিরাট চমক দিলেন মুখ্যমন্ত্রী 

mamata banerjee student


নতুন বছরের প্রথম সপ্তাহ এবার থেকে স্টুডেন্ট উইক হিসাবে পালন হবে। ছাত্র-ছাত্রীদের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


ইতিমধ্যে রাজ্যের প্রতিটি সরকারী, আধা সরকারী, সরকার পোষিত বিদ্যালয় গুলিতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র বিতরণ করবার নির্দেশ জারি হয়েছে। মুখ্যমন্ত্রী সেই শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন-" নতুন বছরের প্রথম সপ্তাহটা এবার থেকে আমরা 'STUDENTS WEEK' হিসেবে পালন করব বলে, ঠিক করেছি।" 


শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন- "তােমরা জানাে, আমাদের সরকার সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছে। তােমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড' আর 'তরুণের স্বপ্ন'-র মতাে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। মনে রেখাে, আমরা তােমাদের পাশে ছিলাম, আছি আর আগামীদিনেও থাকবাে, কারণ আমরা খুব ভাল করে জানি, তােমরাই হলে দেশের ভবিষ্যৎ- আমাদের। সকলের আশা ভরসা।"

মুখ্যমন্ত্রী আরও বলেছেন 'খুব মন দিয়ে লেখাপড়া করাে - পরিশ্রম আর অধ্যবসায়কে সম্বল করে সমস্ত বাধা - অতিক্রম করে এগিয়ে যাও। আমি নিশ্চিত, তােমরা জীবনে খুব সফল হবে আর একদিন । তােমাদের অভিভাবক আর দেশবাসীদের গর্বিত করবে। আর এই চলার পথে আমার ভালােবাসা আর আশীর্বাদ তােমাদের সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে।"

শুভেচ্ছা বার্তায় শিক্ষক-শিক্ষিকা আর অভিভাবকদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।