প্রকাশিত হল উচ্চমাধ‍্যমিক পরীক্ষার সূচি - WB HS EXAM ROUTINE 2022 


প্রকাশিত হল উচ্চমাধ‍্যমিক পরীক্ষার সূচি - WB HS EXAM ROUTINE 2022





প্রত‍্যাশামতো আজ সোমবার প্রকাশিত হল উচ্চমাধ‍্যমিক পরীক্ষার সূচি। গত বছর করোনার জেরে বাতিল হয়ে যায় মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। এরপর বিকল্প পদ্ধতিতে হয় মূল‍্যায়ন। হয় ফল প্রকাশ কিন্তু সেসময় জানানো হয়নি এবছরের উচ্চমাধ‍্যমিক পরীক্ষার সূচি। ইতিমধ‍্যে, এবছর ও সারা বছর স্কুল বন্ধ থাকায় সিলেবাস কমিয়ে দিয়েছে বোর্ড। এবার আজ সূচি ঘোষনা করা হল।



২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। ২০ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত। ওই দিনেই চলবে একাদশের পরীক্ষা। সেই পরীক্ষা হবে দুপুর ২টো থেকে সোয়া ৫টা পর্যন্ত। 


সূচি :





Madhyamik Exam Routine 2022: Click Here 



একই দিনে দ্বাদশ-একাদশের পরীক্ষা হবে বলে এদিন জানিয়ে দিল সংসদ। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে।  করোনার সংক্রমণের কথা মাথায় রেখে হোম সেন্টারেই এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে। 




করোনা আবহে পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনওভাবে পড়ুয়াদের সমস্যায় পড়তে না হয়, সেদিকে নজর রয়েছে রাজ্যের। সংসদের তরফে জানানো হয়েছে, চলতি বছর নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা।