Watch: Man in Aladdin costume rides through Dubai on 'magic carpet'


aladin
pic source: khaleejtimes



মনে আছে আরব্য রজনীর উপকথার জনপ্রিয় চরিত্র আলাদিনের (Aladdin) কথা। তার সেই জাদুর গালিচা! যে গালিচায় (magic carpet) করে উড়ে বেরাতেন আলাদিন।


আরব্য রজনীর উপকথার চরিত্র নেমে এলো বাস্তবের আকাশে। উড়ে বেড়ালেন সেই গালিচাতে করে। বিশ্বাস হচ্ছে না!


শূনতে অদ্ভুত লাগলেও এমন ঘটনা ঘটেছে দুবাইয়ে (dubai)। ম্যাজিক গালিচায় চেপে দুবাই ঘুরে বেড়াচ্ছেন এক যুবক।


খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মূলত হ্যালোইন উপলক্ষে পুরোদস্তুর আলাদিন সেজে বহু অর্থ খরচ করে বানানো বিশেষ ধরণের হোভার বোর্ডের ওপর কার্পেট বসিয়ে তাতে চেপে ঘুরে বেড়ান তিনি। বুর দুবাই এবং পুরোনো সুক এলাকায় ম্যাজিক কার্পেটে চড়ে যেতে দেখা যায় তাকে।


পথচারীরা তাকে দেখে বিস্মিত। মুহুর্তে তার ভিডিও ভাইরাল হয়ে পরে স্যোসাল মিডিয়ায়। ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে জলের ওপর দিয়ে ‘ম্যাজিক কার্পেটে’ চেপে যেতে দেখা গেছে ওই যুবককে।