দল বদলকারীদের উদ্দেশে বিশেষ বার্তা তৃনমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়ের 



দল বদলকারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তৃনমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের দলের বিজয়া সম্মিলনীতে দলবদলুদের উদ্দেশে তিনি বলেন, "দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভাল। অন্য় দলে থাক আর হারো, ওটাই ভবিষ্যৎ। কালসাপ দেখব, সাপুড়ে ডাকব, আর বিষ দাঁত ভাঙব।"


গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও  ১৪৬৮ ভোটে বিজেপির নীলাদ্রি শেখর দানার কাছে হেরে যান তিনি।টলিউডের অন্যতম এই অভিনেত্রী হেরে গেলেও সক্রিয় রয়েছেন তৃণমূলেই। 


জলমগ্ন বাঁকুড়ায় মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছেন সেখানে। উপনির্বাচনে প্রার্থীদের প্রচারেও গিয়েছেন তিনি।