Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার কাঁচা বাদাম এসে গেলো- ভুবনের গান আজ ভুবনময়

এবার কাঁচা বাদাম এসে গেলো- ভুবনের গান আজ ভুবনময় - Viral kacha badam song


kacha badam
picture source: social media


মানিকে মাগে হিথের ধাক্কা সামলাতে না সামলাতে এবার কাঁচা বাদাম এসে গেলো। হ্যা এবার ভাইরাল 'কাঁচা বাদাম'। ইতিমধ্যে স্যোসাল মিডিয়ায় কাঁচা বাদাম নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

কাঁচা বাদাম বিক্রি করতে গিয়ে নিজেই তৈরি করেছিলেন গান, যা সুর করে গাইতে গাইতে লোক জমাতেন বীরভূমের ভুবন বাদ্যকর । কিন্তু সেই গান আজ রীতিমত ভাইরাল।

দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। পেটের টানে কাঁচা বাদামের বস্তা ভাঙাচোরা বাইকের পিছনে চাপিয়ে ঘুরে বেড়ান এই গ্রাম থেকে সেই গ্রামে।

গ্রামের পথে কাঁচা বাদাম বিক্রি করতে গিয়েই গান বেঁধেছেন তিনি। ‘‌বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু, ভাজা বাদাম...’‌ এই গানটি সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতন ভাইরাল । ভুবনের গান আজ ভুবনময়।

ইতিমধ্যে ভুবনের গানের একাধিক রিমেক্স ছড়িয়ে গেছে স্যোসাল মিডিয়ায়, তার মধ্যেই একটি রইলো আপনাদের জন্য- 

একটি মন্তব্য পোস্ট করুন

9 মন্তব্যসমূহ

  1. এভাবেই এগিয়ে যাক ভুবন বাবু

    উত্তরমুছুন
  2. বাদাম বাদাম দাদা কাচা বাদাম

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code