না ফেরার দেশে চলে গেলেন কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি কেশব রায়

keshab chandra roy



না ফেরার দেশে চলে গেলেন কংগ্রেস নেতা কেশব চন্দ্র রায়। সীমান্তবর্তী জেলা কোচবিহারের কংগ্রেসের কাণ্ডারী ছিলেন তিনি। বর্ষীয়ান এই কংগ্রেস নেতা কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি পদে ছিলেন। তাঁর মৃত‍্যুতে শোকের ছায়া কোচবিহার কংগ্রেস শিবিরে। 



বিগত দিনে কংগ্রেসের একাধিক পদে দায়িত্ব সামলেছেন তিনি। সিতাই বিধানসভার বিধায়ক পদেও ছিলেন এবং কোচবিহার জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদেও দায়িত্ব সামলেছেন কেশব রায়।



কেশব চন্দ্র রায়ের মৃত‍্যুতে শোক প্রকাশ করেন দিনহাটা ব্লক কংগ্রেস সভাপতি বীরেন্দ্র নাথ সরকার। তিনি জানান, কেশবদার মৃত‍্যুতে গভীরভাবে শোকাহত ও দুঃখিত। ওনার চলে যাওয়া কোচবিহার জেলা ও দিনহাটার কংগ্রেসে ব‍্যাপক ক্ষতি। 



কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি কেশব চন্দ্র রায়ের মৃত‍্যুতে শোক প্রকাশ করেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত আফতাব উদ্দিন। তিনি জানান, কোচবিহার জেলা কংগ্রেস কেশবদা ছাড়া অভিভাবকহীন তার মৃত‍্যুতে অনেক ক্ষতি হল। খুব ভালো মানুষ ছিলেন তিনি। 



দিনহাটার বিধায়ক তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা উদয়ন গুহ আজ তাঁর প্রয়ানে শোকজ্ঞাপন করেছেন, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।