সিট আপডেট করে UPPER PRIMARY নিয়োগের দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দুয়ারে অভিভাবকগন
উচ্চ প্রাথমিক চাকুরী প্রার্থীদের পরে এবার অভিভাবকগন তাদের সন্তানদের প্রতি বঞ্চনার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশ্য নিয়োগের আবেদন রাখলেন ।
তাদের মূল বক্তব্য হল, বহু মেধাবী ছাত্র ছাত্রী TET ও B.ED Training পাশ করে দীর্ঘ ৮ বছর ধরে প্রতীক্ষারত, এই ৮ বছরে নিয়মিত পরীক্ষা হলে এতদিনে এরা নিশ্চিত চাকুরী জীবনে প্রবেশ করত ও তাদের মত বৃদ্ধ ও অসহায় পিতা মাতার অবলম্বন হত। তাদের অনেকেই সন্তানের উচ্চ শিক্ষার (যেমন, MA, B.ED ইত্যাদি) জন্য আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ।
অভিভাবকগন এটাও বলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী সমাজের প্রায় সমস্ত সমস্যার যত্ন নিয়ে সমাধান করছেন, অনেক অবিভাবক এটাও বলতে দ্বিধা করেন নি যে তাদের সন্তানরা প্রচন্ডভাবে অবসাদগ্রস্থ ও অনেকে আত্মহত্যাও করতে চেষ্টা করেছে, অনেকেই ইতিমধ্যে আত্মহত্যাও করেছে সেটা আমরা দেখেছি ।
তাই তাদের আবেদন, টেট পাস সকল ট্রেন্ড প্রার্থীদের ইন্টারভিউয়ের ১৫দিন আগে পর্যন্ত আপডেট সিটে নিয়োগ দিয়ে তদের সকলকে মুক্তি দেওয়া হোক ।
অভিভাবকগন আশাবাদি যে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তাদের আবেদন মানবিকতার সাথে বিবেচনা করবেন ।
প্রসঙ্গত, উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে আইনি জটিলতা চলছে দীর্ঘদিন ধরেই। নিয়োগ প্যানেল প্রকাশের পর একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগের পাহাড়ে অবশেষে গতকাল আদালত ১৫ সপ্তাহের জন্য উচ্চ প্রাথমিক নিয়োগ বন্ধের নির্দেশ দেয়। এই সময়ের মধ্যে অভিযোগ খতিয়ে দেখে সমস্যা সমাধানের নির্দেশ দেয় কমিশনকে।
1 মন্তব্যসমূহ
খুব ভালো
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊