বিবাহ বিচ্ছেদের ঘোষনা দিলেন বাংলার জনপ্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়






বিবাহের অটুট বন্ধন থেকে বেড়িয়ে আসার সিদ্ধান্ত নিলেন 'আমাকে আমার মত থাকতে দাও' খ‍্যাত গায়ক অনুপম রায়। নিজের বিবাহ বিচ্ছেদের ঘোষনা দিয়ে টুইট করেছেন তিনি। বিবাহিত সম্পর্কে না থাকলেও তাঁদের বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে পরবর্তীকালেও বলেই জানান অনুপম।




অনুপম রায় লেখেন, 'আমরা অনুপম এবং পিয়া। আমরা দুজনে মিলে বিবাহিত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। তবে, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে। যতদিন আমাদের মধ্যে বিবাহিত সম্পর্ক ছিল, একে অপরের সঙ্গে খুব সুন্দর সমস্ত মুহূর্ত কাটিয়েছি। অনেক সুন্দর অভিজ্ঞতা এবং স্মৃতি আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু ব্যক্তিগত কিছু পার্থক্যের কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসাই সঠিক সিদ্ধান্ত হবে। যেমন আমরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, তেমনই থাকব পরবর্তীকালেও।'




অনুপম আরও লেখেন, 'আমাদের যাঁরা সমর্থন করে এসেছেন, তেমন বন্ধু, শুভাকাঙ্খী এবং পরিবারের সদস্যদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আপনাদের সহানুভূতি চাই। যা আজ এবং পরবর্তীকালে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং মর্যাদা রক্ষা করতে সাহায্য করবে।'




অটোগ্রাফ সিনেমার 'আমাকে আমার মতো থাকতে দাও' গানের মধ‍্য দিয়ে সুপার ডুপার হয়ে ওঠেন অনুপম। এরপর একাধিক সিনেমায় গান গেয়েছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি গীতিকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও যথেষ্ট জনপ্রিয়। বাইশে শ্রাবন, তুমি যাকে ভালোবাসো সহ একাধিক গানে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।