খুব সহজেই রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করুন-Link Ration Card with Aadhaar Card

Link Ration Card with Aadhaar Card



এবার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাতে আর সমস্যা হবে না আপনার। এই কাজ সামান্য কয়েকটা ধাপ পেরোলে ঘরে বসেই করতে পারবেন। রাজ্য সরকার সম্প্রতি দুই কার্ডে লিঙ্ক করাতে সোশ্যাল মিডিয়ায় পথ দেখিয়েছেন । জেনে নিন এই কাজ কীভাবে করবেন। 

এই উপায়ে বাড়িতে বসেই ডিজিটাল রেশন কার্ডের ই-কেওয়াসি পূরণ করতে পারবেন। 

 ১. প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে https://food.wb.gov.in/ সাইটে যান । 

২. এরপর দ্বিতীয় ধাপে Link Ration Card with Aadhaar Card-এ ক্লিক করতে হবে। 

৩. এবার রেশন কার্ডের ক্যাটিগরি ও নম্বর জমা দিন। 

৪.এখানে সবিস্তারে দেখে নিজের পরিষেবা বেছে নিন। এই পর্বে এ ও বি অপশন দেওয়া থাকবে। (এ) আপডেট করুন আধার ও মোবাইল নম্বর (বি) আপডেট অনলি মোবাইল নম্বর 

৫.এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। নিজের নথি ঠিক আছে কিনা দেখে নিয়ে 'ওটিপি' সাবমিট করুন। 

খাদ্য ও সরবরাহ দফতরের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে আরও তথ্য বা কোনও অভিযোগ থাকলে ১৯৬৭ বা ১৮০০ ৩৪৫ ৫৫০৫ নম্বরে ফোন করে জানাতে পারবেন গ্রাহক। তবে এই প্রথমবার নয়। অতীতেও রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের উন্নত পরিষেবা দিতে সব রেশন কার্ড হোল্ডারদের সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর সম্প্রতি ট্যুইট করেছে। যেখানে আধারের সঙ্গে রেশন কার্ডের কীভাবে লিঙ্ক করাবেন তা বলে দিয়েছে খাদ্য দফতর। ট্যুইটে বলা হয়েছে, আধারের সঙ্গে রেশন কার্ড জুড়তে তিনটি জায়গায় গেলেই হবে।

তবে এভাবে বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনেই রেশনকার্ডের সাথে আধার লিঙ্ক করুন খুব সহজে। তার আগে কয়েকটা বিষয় আপনাকে ভালো করে বুঝে নিতে হবে।

প্রথমেই একটা বিষয় মনে রাখবেন আপনার রেশনের সাথে আধার লিঙ্ক হবে e-KYC এর মাধ্যমে- এর জন্য আপনাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে।

  • এই পুরো প্রক্রিয়াটি হবে OTP নির্ভর।
  • এর জন্য আপনার আধারের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক,না হলে আপনি অনলাইনে e-KYC সাবমিট করতে পারবেন না।
  • আপনার রেশন কার্ডে উপলব্ধ তথ্যের সাথে আধার কার্ডের তথ্য যেমন, নাম,বয়স/জন্ম তারিখ/লিঙ্গ ইত্যাদির মিল থাকতে হবে।
  • যদি রেশন ও আধারের মধ্যে উপলব্ধ তথ্যে কোন বেমিল থাকে তাহলে আপনার e-KYC সেন্ট্রাল প্রসেসিং সেন্টার (CPC) পরীক্ষা ও অনুমোদনের জন্য যাবে,এবং CPC অনুমোদন দিলেই প্রক্রিয়া সম্পুর্ন হবে।
  • নামের বানান,জন্ম/বয়স,লিঙ্গ এই সমস্ত বিষয়ে ছোট খাটো ভুল থাকলে CPC আপনার e-KYC এর আবেদন মঞ্জুর করবে।