পুরোনো সৈনিকেই ভরসা, লড়বেন ৬ বিধায়ক, ৪৫% মহিলা প্রার্থী তৃণমূলের 






পুরোনো সৈনিকেই ভরসা তৃণমূলের, ৬ বিধায়ক লড়বেন পুরভোটে। কলকাতা পুরসভার কাজ সামলাতে অভিজ্ঞ, পুরনো সৈনিকদের উপরেই ভরসা রাখল তৃণমূল। পুরপ্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)-সহ মেয়র পারিষদ দেবব্রত (মলয়) মজুমদার (Debabrata Majumder), অতীন ঘোষ (Atin Ghosh), দেবাশিস কুমার চার বিধায়ককেই টিকিট দিয়েছে তৃণমূল এমনটাই সূত্রের খবর। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ও পেয়েছেন টিকিট।




শুক্রবার সকাল থেকেই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ‍্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো দফায় দফায় বৈঠক সাড়েন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকৌশলী প্রশান্ত কিশোর, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী তথা কলকাতার বর্তমান পুরপ্রশাসক ফিরহাদ হাকিম-সহ দলের শীর্ষ নেতৃত্ব।



তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত। প্রার্থীতালিকায় জোর দেওয়া হয়েছে মহিলা ও সংখ্যালঘুদের। গতবারের জয়ী ১২৬ জনের মধ্যে ৮৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। ৩৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি। তৃণমূলের প্রার্থীতালিকায় ৪৫% মহিলা।’



তৃণমূল সূত্রে খবর, ৬ বিধায়ক লড়বেন পুরভোটে।