Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইনকাম সার্টিফিকেট আনতে গিয়ে স্কুটি চুরি সাহেবগঞ্জ বিডিও অফিসে , চাঞ্চল্য এলাকায়

Scholarship-এর জন্য ইনকাম সার্টিফিকেট (Income Certificate) আনতে গিয়ে স্কুটি চুরি (Scooter) সাহেবগঞ্জ বিডিও (Sahebganj BDO Office) অফিসে , চাঞ্চল্য এলাকায়


Sahebganj BDO Office



সমির হোসেন, সাহেবগঞ্জঃ


শুরু হয়েছে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের (Scholarship) আবেদন। আর এই স্কলারশিপের জন্য প্রয়োজন বিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেট (Income Certificate)। আর তাই সাহেবগঞ্জ বিডিও অফিসেও জমছে ভীড়। দূর দূরান্ত থেকে ছাত্র-ছাত্রীরা আসছেন ইনকাম সার্টিফিকেট নিতে।


শুক্রবার বিকেলে দিনহাটা দু'নম্বর ব্লকের সাহেবগঞ্জ ব্লক অফিসে ইনকাম সার্টিফিকেট নিতে রথেস্বর বিশ্বাস নামের এক ছাত্র আসে। ওই ছাত্রের বাড়ি বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুকুর কচুয়া এলাকায়। সে জানায় বিডিও অফিসে তার বাবার স্কুটি নিয়ে যায় এরপর স্কুটি লক করে ইনকাম সার্টিফিকেট নিতে অফিসের ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে দেখে তার স্কুটি নেই।


এরপর অনেক খোঁজাখুঁজির পরেও স্কুটি দেখতে না পাওয়ায়, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় ওই ছাত্র এবং তার পরিবার। শুক্রবার সন্ধ্যায় সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে ছাত্র রথেস্বর বিশ্বাসের মা মিনতি বিশ্বাস।


তবে ব্লক অফিসে স্কুটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে দিনহাটা দু'নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে ফোন করা হলে তিনি বলেন পুরো ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনকে সর্বতভাবে জানানো হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে তদন্ত করার।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code