Latest News

6/recent/ticker-posts

Ad Code

Viral- বিমান সেবিকার ভাইরাল নাচ

বিমান সেবিকার ভাইরাল নাচ 

air hostess


কিছুদিন আগে মানিকে মাগে হিথে (manike mage hithe) গানের সঙ্গে নেচে ভাইরাল (viral) হয়েছিলেন ইন্ডিগো এয়ারলাইন্সের (indigo airlines) এক বিমান সেবিকা (air hostess)। 

সেই বিমান সেবিকার নাচ প্রায় কয়েক কোটি ভিউ হয়। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। এবার আরও একজন বিমান সেবিকার নাচ রীতিমত ঝড় তুলেছে স্যোসাল মিডিয়ায়। 

উমা মীনাক্ষী (Uma Meenakshi) নামের এক বিমান সেবিকা সম্প্রতি তার এক সঙ্গীর সাথে এরোব্রিজের মধ্যে নাচার ভিডিও পোস্ট করতেই তা রীতিমত ভাইরাল হয়ে যায়। তবে উমা'র (Uma Meenakshi) নাচ এবারই প্রথম নয়, ের আগেও তিনি একাধিক নাচ শেয়ার করেছেন নিজস্ব ইন্সটাগ্রামে। 

এবার নাচলেন একটি পাঞ্জাবি গানে৷ আসুন দেখে নেওয়া যাক সেই নাচ-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code